আলু দিয়ে গরুর মাংস রান্না | Beef Bhuna with Potato

আলু দিয়ে গরুর মাংস রান্না | Beef Bhuna with Potato

FoodieFlicks
গরুর মাংস ও আলু দিয়ে রান্না খুব সহজ এবং যে কেউ এই রেসিপি ফলো করে রান্না করতে পারেন |
Cooking beef and potatoes is very easy and anyone can follow this recipe.
Prep Time 30 minutes
Cook Time 45 minutes
Course Main Course
Cuisine Bengali
Servings 6

Ingredients
  

  • 1 kg Beef
  • 5 pcs Potatoes (cut into thick slices)
  • 2 pcs Onion (sliced)
  • 2 tbsp Garlic-ginger paste
  • 1 tbsp Cumin powder
  • Salt – to taste
  • 1 tbsp Coriander powder
  • 1/2 tbsp Turmeric powder
  • 1 tbsp Red chili powder
  • 1 tbsp Garam masala
  • 1/2 cup Oil

Instructions
 

  • প্রথমে গরুর মাংশ পরিস্কার করে , ভালোভাবে ধুয়ে , পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় একটি পাত্র গরম দিবো , এখন গরুর মাংশ দিয়ে দিবো।
  • পেঁয়াজ এক কাপ এবং রসুন বাটা ২ চা চামচ দিলাম
  • আদা- বাটা ২ চা চামচ দিয়ে দিবো
  • ধনিয়া বাটা ২ চা চামচ দিয়ে দিবো
  • জিরা বাটা ২ চা চামচ দিয়ে দিবো
  • শুকনো মরিচ হালকা করে বাটা ২ চা চামচ দিয়ে দিবো
  • গরম মশলার গুড়ো ২ চা চামচ দিয়ে দিবো
  • এবার আমি দিয়ে দিবো শরিশার তেল।
  • এখন ভাল করে নাড়বো, যেনো সব মশলা ভালোভাবে মিশে যায়। আমি বাটা মশলা ব্যবহার করলাম। এতে দেশি ফ্লেবার আশে। আপনারা গুড়ো মশলাও দিতে পারেন।
  • এখন হলুদের গুড়ো ১ চা চামচ দিয়ে দিবো।
  • লবণ স্বাদমতো দিয়ে দিবো।
  • ঢাকনা দিয়ে দিবো। মাংশে কোনো পানি দিবো না।
  • মাংশ থেকে পানি বের হবে। আর এই পানিতে আমাদের মাংশ সিদ্ধ হয়ে যাবে।
  • মাঝে মাঝে মাংশ নেড়ে দিবো। মাংশের পানি শুকানো পর্যন্ত আমরা কষাবো।
  • মাংশ কষিয়ে পানি শুকিয়ে তেল বের হবে। আরো কিছুক্ষণ নাড়তে থাকবো।
  • এবার কেটে রাখা আলু দিবো এবং ভাল করে কষিয়ে নিবো।
  • এবার ২ কাপ পানি দিবো। ঢাকনা দিয়ে দিবো। আলু সিদ্ধ হয়ে গেলে আমাদের মাংশ রান্না হয়ে যাবে।
  • আমাদের সুস্বাদু “গরুর মাংশ ও আলু রেসিপি” তৈরি হয়ে গিয়েছে!
  • First, clean and wash the beef thoroughly. Heat a pot on the stove, add the beef.
  • Add 1 cup of sliced onions, 2 tsp of garlic-ginger paste, 2 tsp of coriander powder, 2 tsp of cumin powder.
  • Sprinkle dry chili powder (2 tsp), garam masala (2 tsp), and mix well.
  • Now, add mustard oil. Mix everything well until the spices blend.
  • Add turmeric powder (1 tsp), salt to taste, and mix again.
  • Cover and let it cook until the water from the meat dries up.
  • Keep stirring occasionally until the meat is well-cooked, and the oil separates.
  • Now, add sliced potatoes and cook until they are tender.
  • Add 2 cups of water, cover, and let it cook until the potatoes are done.
  • Our delicious “Beef and Potato Recipe” is ready!

Video

Notes

এটি গরম গরম ভাতের সাথে খেতে , কিযে মজা লাগবে তা বলে বুঝানো যাবে না। আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না। ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক ,শেয়ার করুন! আমাদের চ্যানেলটি সাব্স্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ!
Enjoy it hot with rice. Give it a try, and I hope you won’t be disappointed. Don’t forget to like, share, and subscribe to our channel. Thank you!
Keyword beefrecipe, bengalifood, maindish

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating